মনখারাপের চিঠি

অনেক দিনের জমিয়ে রাখা কথা
আর কতকাল রাখব ধরে বল?
তোর জন্যে সইব হাজার ব্যথা
ইচ্ছেনদীর ঢেউ জাগে টলমল।

জানলার কাঁচে আবছা আলোর ফোঁটা,
ধুলোয় মেশে মনখারাপের দেশ।
একলা দিনে মেঘের সঙ্গে ছোটা,
চল না হই দু’জন নিরুদ্দেশ?

সন্ধ্যেবেলার আড্ডা, তেলেভাজা,
ইলশেগুঁড়ি বৃষ্টি আজও নামে,
আলতো করে হাসলে ‘পরে তুই
বুঝতে পারি আজও সময় থামে।

তোর সঙ্গে মান-অভিমান খেলা,
খিচুড়ি আর ইলিশভাজার ঘ্রাণ।
অস্তপারে মেলায় খুশির বেলা,
মদির রঙে ছলকে ওঠে প্রাণ।

আজও কি সেই আগের মতোই বাঁচিস?
শুকতারাটার আলোয় দেখিস পথ?
আয় না আবার শুরুর থেকে চলি,
দেখিস, হব না আর বিফল মনোরথ!

6 thoughts on “মনখারাপের চিঠি

এখানে আপনার মন্তব্য রেখে যান