অন্তর্মুখী

আঁচল ‘পরে ধরা ধরে শ্যাম,
রক্ত জমে বুকের ভিতর ‘পরে।
একদিকেতে উদার আকাশ খোলা,
অন্যদিকে তরুণ সৈন্য মরে।।

রংবেরঙের সাতনহরী হারে
বর্ণচ্ছটায় ধরে না আর প্রাণ,
ঠিক তখনই কোন্ সীমান্ত ধারে
বাজে বহুল মৃত্যু-বিজয়গান।।

বিলাপ শেষে ফের অন্তর্মুখী,
মানুষ আজকে বড়ই স্বার্থপর।
ধরম-খাঁড়ার নিঠুর বলি শহীদ-
তোমায় কোলে টানবেন ঈশ্বর।।

এখানে আপনার মন্তব্য রেখে যান